নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৭ কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। কৃষিতে সরকার ভর্তুকির ব্যবস্থা করেছেন। ৬২ হাজার পরিবার কৃষি কার্ড পেয়েছেন। ৫৮ হাজার কৃষক পরিবার ১০ টাকায় ব্যাংক একাউন্ট করে দিয়েছেন। সারাদেশের ১ কোটি কৃষককে ব্যাংক একাউন্ট করে দিয়েছেন। বিএনপি জোট সরকারের সময় জীবন দিতে হয়েছে ১৮ জন কৃষককে। কোনো জমি যেনো অনাবাদি না থাকে সে ঘোষণা দিয়েছেন। এখন কৃষকের কাছে সার। কৃষককে নেতাদের বাড়ি বাড়ি ঘুরতে হয় না। বর্তমান সরকার কৃষকদের বিনামূল্যে সার দিয়েছেন।বিগত সরকারের সময় বিদ্যুৎ এর দাবিতে মিছিল করতে হয়েছে। সিংড়া উপজেলার মাত্র ৪০ ভাগ বাড়িতে বিদ্যুৎ ছিলো। এখন সিংড়ার শতভাগ পরিবার বিদ্যুৎতের আলোয় আলোকিত।
প্রতিমন্ত্রী আরো বলেন, সর্বহারা, সন্ত্রাসীদের চাঁদা দিতে হতো। ডাকাতদের হামলায় সাধারণ মানুষের ঘুম হারাম ছিলো। ১৩ বছরের উন্নয়ন, সুশাসনের বিচার জনগণের বিবেকের আদালতে ছেড়ে দিলাম। ৩৭ বছরের সিংড়া এবং ১৩ বছরের সিংড়ার পার্থক্য বিবেচনা করবেন। ১০০ কি.মি. খাল খননের মাধ্যমে সরকার কৃষকদের উন্নয়ন করছেন। ৪০০ কোটি টাকা ব্যয়ে চলনবিল কৃষকদের উন্নয়নে সরকার প্রকল্প হাতে নিয়েছে। আধুনিক, মানবিক সিংড়া গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। সিংড়ার কৃষি শ্রমিক সংকট মোকাবিলায় ৪৪টি হারভেস্টার মেশিন দেয়া হয়েছে। উৎপাদন বৃদ্ধির জন্য নিত্য নতুন আইডিয়া সরকার গ্রহণ করছে। তিনি গতকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপজেলা কোর্টমাঠে কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ৩ দিনের কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম রেজা।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রহুল আমীন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন