জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিস্থ দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা শ্রমিক-কমর্চারী ইউনিয়নের (জেএফসিএল-সিবিএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা স্থগিতাদেশ ও নানা জল্পনা-কল্পনা শেষে শনিবার ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সিবিএ সভাপতি নির্বাচিত হন আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি ও কারখানার মাস্টার টেকনিশিয়ান মো. মোয়াজ্জেম হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন যমুনা ইউনিট শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও কারখানার মাস্টার টেকনিশিয়ান মো. শাহজাহান। সিবিএ নির্বাচন পরিচালনা সাব-কমিটির চেয়ারম্যান মো. কোহিনুর রহমান এ চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন কার্যকরী সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ন-সম্পাদক আব্দুস সালাম, সহঃ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান প্রধান এবং প্রচার ও শ্রম কল্যাণ সম্পাদক ময়েন উদ্দিন।
সিবিএ সূত্র জানায়, গত ৬ মার্চ কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তফসিল ঘোষণা করা হয়। গত ২৪ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও কারখানার কর্মচারী নুরে রব্বানী তালুকদার ঢাকা প্রথম শ্রম আদালতে ২০ মার্চ মামলা দায়ের করলে নির্বাচন স্থগিত হয়। পরে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করা হলে ২৪ মার্চ আদালতের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ হয়।
নির্বাচন পরিচালনা সাব-কমিটির চেয়ারম্যান মো. কোহিনুর রহমান জানান, ৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ৩৫ জনের প্রার্থিতা বৈধ হয় এবং এরমধ্যে ২৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে শুক্রবার সবগুলো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বেসরকারিভাবে এবং শনিবার চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন