শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ৮:১৭ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে স্বাধীনতা র‌্যালি করেছে বিএনপি। শনিবার বিকেলে নয়াপল্টন থেকে শুরু হয়ে এই র‌্যালি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএ সিদ্দিক সাজুর তত্ত্বাবধানে ৭, ৮,৯, ১০, ১১, ১২, ১৩ ও ৯৩ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও ঢাকা -১৪ আসনের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে শুরু হওয়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত "স্বাধীনতা র‌্যালি" তে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও শাহ্আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, দারুসসালাম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ মৃধা, মিরপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুর রহমান এনা, দারুসসালাম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ লিটন ভূঁইয়া, সাবেক প্রচার সম্পাদক মোঃ মোস্তফা বেপারী, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রাজীব আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন, ১ নং যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান শান্ত, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম রানা, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন রিপন, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস,এম, রুস্তম আলী, যুগ্ম আহ্বায়ক কে,এম, ইয়াহিয়া সামী, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রাহিদ রাহাদ, ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবু সাঈদ দিপু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুর রহমান মামুন, যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন স্বপন, ১০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ সেলিম ইকবাল, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহেন শাহ শাহীন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক মাকসুদ, যুগ্ম আহ্বায়ক হাজী রমজান হোসেন রঞ্জু, ১১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ আবুল বাঁশার ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল, ১২নং ওয়ার্ড বিএনপি'র ১নং যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার দিল খায়ের শিপু, ১৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ মফিজুর রহমান মফিজ, যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, ৯৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ দিদারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এহসানুল হক আপেল,। এছাড়াও দারুসসালাম থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মমিন, শাহ্আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান দেওয়ান, মিরপুর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল সম্রাট, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রহমান, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রুবায়েত হোসেন দিপু, প্রদীপ কুমার হাওলাদার, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, মিরপুর কলেজ ছাত্রদলের সুমন, দারুসসালাম থানা ছাত্রদলের আকিব আসিফ অভি, রুমন আহম্মেদ, মাজহারুল ইসলাম রানা, শাহ্আলী থানা ছাত্রদলের রায়হান, সজীব, মিরপুর থানা ছাত্রদলের অনিকসহ ঢাকা-১৪ আসনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমথর্কবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন