ঝিনাইদহ সদর উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বাজার গোপালপুর বালুর মাঠ থেকে সোনিয়া নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, সকালে বাজার গোপালপুর বালুর মাঠে অজ্ঞাত এক নারীর লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এর পর পুলিশ ও সিআইডির পৃথক দল ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে।
সিআইডি ঝিনাইদহের ইন্সপেক্টর পলাশ গোলদার জানান, আঙুলের ছাপের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করা গেছে। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি পরীক্ষার পর জানা যাবে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন