শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

১২ নভেম্বর কাগতিয়া কামিল মাদরাসার ৮৫তম এনামী জলসা

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১২ নভেম্বর কাগতিয়া কামিল (এম.এ) মাদরাসার ৮৫ তম এনামী জলসা মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফীন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর মহাসচিব ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য আলহাজ্ব শাব্বির আহমদ মোমতাজী-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এনামী জলসায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাউজান উপজেলা পরিষদ-এর চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগ-এর সাবেক চেয়ারম্যান, প্রফেসর ড. এস.এম. রফিকুল আলম, ফার্মেসী বিভাগ-এর সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, মাইক্রোবায়োলজি বিভাগ-এর সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ-এর প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাশেম,  ইসলামিক স্টাডিজ বিভাগ-এর  সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক মোজাদ্দেদী, মদীনা টেনারীজ-এর স্বত্বাধিকারী, আলহাজ্ব আবু আহমদ, এলবিয়ন ল্যাবরেটরিজ-এর ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোহাম্মদ নেজাম উদ্দিন, এফবিসিসিআই সদস্য আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার,  ১১ নং উত্তর গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, লায়ন সাহাবুদ্দিন মোহাম্মদ আরিফ (বি.এ), চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, গাছবাড়ীয়া সরকারি কলেজ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sariful ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৫৪ পিএম says : 0
জালসা
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন