শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাউফলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ৫:২৯ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারের দক্ষিন পট্রি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে দ্রুততম সময়ের মধ্যে সাধ্যমত সব ধরনের সাহযোগিতা দেয়া হবে বলে আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারী জেনারেল ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। শনিবার বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। পরিদর্শনকালে ড. মাসুদের সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম,কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শাহজাহান,জামায়াত নেতা আব্দুল ছালাম ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময়ে ড. মাসুদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বিপদ মুসিবত মু’মিনের জন্য আল্লাহ কর্তৃক ফয়সালা। ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ভরসা রাখতে পারলে কয়েকগুন বরকত দিয়ে আল্লাহতালা তা পুরণ করে দিতে পারেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদেরও ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে আহব্বান জানান তিনি। উল্লেখ্য ,গত শনিবার সকালে কালাইয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১৪ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন