সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএসএমএমইউ’র রেসিডেন্সি প্রোগ্রামে এমডি এমএস ভর্তি পরীক্ষা আজ

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র অধীনে মার্চ-২০১৭ শিক্ষাবর্ষের রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-এ ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মেইন ক্যাম্পাস ও বুয়েটের পশ্চিম পলাশী ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজে এ ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদ এবং ডেন্টাল অনুষদে মোট ৯৫৮৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। মোট আসন সংখ্যা হলো ১ হাজার ৫২টি। এরমধ্যে মেডিসিন অনুষদে ৪৫২টি আসনের বিপরীতে ৪ হাজার ২৪০ জন, সার্জারি অনুষদে ৪৩৫টি আসনের বিপরীতে ৩ হাজার ৯৮৮ জন, বেসিক সায়েন্স ও পর‌্যা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১১৯টি আসনের বিপরীতে ৯৩৪ জন এবং ডেন্টাল অনুষদে ৪৬টি আসনের বিপরীতে ৪২৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। আসনগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৫৬টি, সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮৯টি এবং বেসরকারি ও স্বায়ত্তশাসিত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বা ইন্সটিটিউটে ৫০৭টি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ২৪টি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬২টি বিষয়ে পরীক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এরমধ্যে এমডি ৩৭টি, এমএস ২০টি এবং ডেনটিসট্রি ৫টি সাবজেক্ট রয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশবোর্ড এবং ওয়েব সাইট www.bsmmu.edu.bd-এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. কামরুল হাসান খান জানিয়েছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার যাবতীয় কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন