বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বিভিন্নস্থানে বামজোট আহুত অর্ধদিবস হরতাল আংশিকভাবে পালিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবেই হরতালের সময় অতিক্রান্ত হয়েছে। এসময়ে বরিশাল মহানগরীর বেশীরভাগ এলাকায় ইজিবাইক ও ব্যটারী চালিত রিক্সা সহ কিছু অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ থাকলেও নগরীর অন্য এলাকার পরিবেশ ছিল স্বাভাবিক। দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুট সহ দুরপাল্লার বাস ও লঞ্চ সমুহের চলাচল স্বাভাবিক ছিল। বরিশাল বিমান বন্দরেও অন্য দিনের মত ৪টি ফ্লাইট যাত্রী পরিবহন করেছে। বরিশাল মহানগরীর বানিজ্যিক এলাকার বাইরে দোকানপাট সহ অন্য বাবসা প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। ব্যাংকিং পরিসেবাও ছিল প্রায় স্বাভাবিক। নগরীর কয়েকটি এলাকায় বাসদ সহ বাম জোটের ছোট ছোট খন্ড মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাসদের ডাঃ মনিষা চক্রবর্তীর নেতৃত্বে নগরীর কয়েকটি এলাকায় পিকেটিং করতেও দেখা গেছে। সরকারী দল বা সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোথাও হরতালের বিরোধীতা করা হয়নি। পুলিশ সতর্ক থাকলেও হরতালের বিরুদ্ধে কোন অভিযানে নামেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন