কাল মঙ্গলবার সিলেট জেলা বিএনপির বহুল প্রত্যাশিত কাউন্সিল ও সম্মেলন। সেই উপলক্ষে সিলেটের ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠের সমাবেশ স্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। আজ সোমবার বিকেলে মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল রেজিষ্ঠারী মাঠে গিয়ে মঞ্চ ও প্যান্ডেলের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএপির আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী, মহানগর সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সদস্য আমির হোসেন, আক্তার রশিদ চৌধুরী, নুরে আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, সাবেক মহানগর বিএনপি নেতা শেখ কবির আহমদ, আমিনুর রহমান খোকন, এনামুল কুদ্দুস, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, ছাত্রদল নেতা আজহার উদ্দিন অনিক ও রুবেল ইসলাম প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন