লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার সোনাপুর গ্রামের সোনাপুর বাড়ীতে পুকুরের পানিতে ডুবে সারাহ আক্তার নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানাযায়, শিশুটির মা রাহেলা বেগমসহ ঘরের লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সময় মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরের কোন এক সময়ে সারাহ আক্তার ঘর থেকে বের হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে আশেপাশে খুজতে থাকে। প্রায় এক ঘন্টাপর বাড়ীর পুকুরের পানিতে শিশুটিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন