শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে ডাকাত পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ : আহত ৩

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের বেলতলিতে ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আন্ত:জেলা ডাকাত সর্দার মাহাবুব (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- আলমগীর মোল্লা, জহিরুল ইসলাম জমির ও মানিক হোসেন।
নিহত ডাকাত সর্দার মাহাবুবের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরের চাওবন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার রাতে ময়মনসিংহ সদরের বেলতলি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ হানা দেয়।
এ সময় ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশ আরো তিন ডাকাতকে আটক এবং গুলিবিদ্ধ ডাকাত সর্দার মাহাবুবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সে মারা যায়। তিনি জানান, আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন