চট্টগ্রাম ব্যুরো : নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় টেম্পোর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ বাঁশখালীতে কর্মরত একটি প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষিকা তানজিনা কামাল (৩২) ও মোঃ আবদুর রহিম (২৫)। তাদের দু’জনের বাড়ি বাঁশখালী উপজেলায়। গতকাল (বৃহস্পতিবার) বেলা আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় টেম্পোর আরও ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকলিয়া থানার এএসআই সৈয়দ আহমদ জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীর জন্য অপেক্ষমান দুইটি টেম্পোকে চাপা দিলে ১৪ জন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বলেন, বিকেল তিনটায় গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন