শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামুর আলেমে দ্বীন আবুল কাসেমের ইন্তেকাল

রামু (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১:১৮ পিএম

রামু উপজেলার কাউয়ারখোপের প্রবীণ আলেমে দ্বীন কাউমী ধারার চাকমার কুল দারুল উলুম মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা আবুল কাসেম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৩০ মার্চ বুধবার সকাল সাড়ে ১১ টায় তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন।

তিনি স্ত্রী ৩ পুত্র ৪ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। হাজারো আলেমের শিক্ষক প্রবীণ এই আলেমে দ্বীনের মৃত্যুতে কাউয়ারখোপ ইউনিয়নের আলেম সমাজ সহ সর্বস্হরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি ব্যক্তিগত জীবনে তিনি চাকমারকুল দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করেন। কাউয়ারখোপ তজবীদুল কোরান মাদরাসার মুহতামিমের দায়ীত্ব পালন করেন। এছাড়া মুত্যুর আগ পর্যন্ততিনি উখিয়ারঘোনা লামার দারুল উলুম মাদ্রাসার ছদরে মুহতামিমের দায়ীত্বে ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন