সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

সেতু নির্মাণে দুর্নীতি

আবদুর রশীদ | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:১২ এএম

মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন জলাশয়ের প্রতিবন্ধকতা রোধ এবং প্রচন্ড যানজট এড়াতে ফ্লাই-ওভারসহ বিভিন্ন সেতু নির্মাণে সরকার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। ফলে বর্তমান চলাচল ও যোগাযোগ মাধ্যম অনেক সহজ হয়েছে। কিন্তু, সম্প্রতি গ্রাম-শহরের বিভিন্ন জায়গায় নির্মাণ করা সেতু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই ভেঙ্গে পড়ছে, কোনো কোনো সেতুর পিলারে ফাটল ধরছে আবার কোনোটি ভীতিকরভাবে কম্পিত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে যানবাহন ও মানুষ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মূলত এরূপ হওয়ার প্রধান দু’টি বিষয় লক্ষণীয়: সঠিক পর্যবেক্ষণের অভাব ও সীমাহীন দুর্নীতি। অভিযোগ আছে, একটি সেতু নির্মাণের পেছনে সরকার যে বাজেট কিংবা বরাদ্দ দেয় তার অর্ধেকের চেয়েও বেশি দুর্নীতির করাল গ্রাসে শেষ হয়ে যায়। ফলস্বরূপ কাজগুলো হয় নিম্ন মানের। এছাড়াও নির্মাণাধীন কাজে সরকার কর্তৃক সঠিক পর্যবেক্ষণ অত্যন্ত সচেতনতার পাশাপাশি কড়া নজর বৃদ্ধির ঘাটতি থাকায় সেতুগুলো ত্রুটিহীন নির্মাণ কাজ সম্পন্ন হয় না। ত্রুটিহীন ও সঠিভাবে কাজ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে যথাযথ পর্যবেক্ষণের বিকল্প নেই। অতএব, ঝুঁকিপূর্ণ ও দুর্বল সেতু নির্মাণ এড়ানো এবং সঠিক পর্যবেক্ষণের প্রতি জোর দেয়াসহ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছি।

শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন