বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

এই সময়ে শিশুর চিকেন পক্স

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৯ এএম

চিকেন পক্স আমাদের দেশে খুবই পরিচিত এক অসুখ। বড় ছোট সবারই এই রোগ হতে পারে। তবে বসন্তে শিশুদেরই চিকেন পক্স বেশি হতে দেখা যায়। চিকেন পক্স এক ধরণের ভাইরাস দিয়ে হয়। এই অসুখ অত্যন্ত ছোঁয়াচে। এই অসুখ বড়দের ক্ষেত্রে তেমন সমস্যা না করলেও শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে মারাত্মক আকারও ধারণ করতে পারে। তাই সতর্ক থাকা প্রয়োজন।

লক্ষণ
চিকেন পক্স হলে প্রথমে বুঝতে একটু সময় লাগে। বিভিন্ন লক্ষণ এই রোগে দেখা যায় । এর মধ্যে আছে ঃ
১। জ্বর। ২। বমিভাব, বমি। ৩। শরীর ব্যথা। ৪। কাশি। ৫। অস্বস্তি। ৬। মাথাব্যথা। ৭। শরীরে র‌্যাশ এবং চুলকানি।

প্রথমে মশার কামড়ের মতো দানা শরীরে ওঠে। এরপর পানি সহ ফুসকুড়ির মতো হয়ে ওঠে। ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং ক্রমেই শরীর দুর্বল হয়ে পড়ে। সাধারণত বুকে এবং পিঠেই র‌্যাশ বেশি উঠতে দেখা যায়। তবে মুখ, মাথা , গলার ভেতরে , কানে হাত ও পায়ের তালুতে এমনকি চোখেও উঠতে পারে।

এই রোগ ডায়াগনোসিস সহজ। অভিজ্ঞ চিকিৎসক দেখেই এই রোগ বুঝতে পারেন। চিকেন পক্স রোগ সাত থেকে দশ দিনের মধ্যেই ভালো হয়ে যায়। তবে জ্বরের জন্য প্যারাসিটামল ও চুলকানির জন্য এন্টি-হিস্টামিন জাতীয় ওষুধ দেয়া যেতে পারে। আর সুনির্দিষ্ট চিকিৎসা হিসেবে এন্টি-ভাইরাল দেয়া যায়। এ সময় রোগীর পুষ্টিকর খাবার প্রয়োজন। মাছ, মাংস, দুধ, ডিম, ফলমূল সব কিছুই বেশি করে খেতে হবে।

অন্যান্য অনেক সংক্রামক রোগের মতই এই রোগের ভ্যাক্সিন আছে। চিকিৎসকের পরামর্শ মতো এটি বাচ্চাদের দেয়া যেতে পারে। ১২ থেকে ১৫ মাসের মধ্যে প্রথম ডোজ এবং ৪ থেকে ৬ বছরের মধ্যে ২য় ডোজ টিকা নিতে হবে।

তবে এই অসুখের কিছু জটিলতা আছে। তাই চিকেন পক্স হলে ছোট বড় সবারই একজন ডাক্তার দেখান উচিত। শিশুদের এই রোগ হলে সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে পাঠানো উচিত নয়। তাতে অন্যরা সংক্রমিত হতে পারে।

ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন