চোরাইপথে সীমান্ত দিয়ে সাড়ে ১২ কেজি স্বর্ণ ভারতে পাচারের সময় বিজিবি ক্যাম্পের সদস্যরা স্বর্ণ ব্যবসায়ী ইব্রাহীম খলিলকে (২৫) আটক করেছে। আটক ইব্রাহীম খলিল মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
শুক্রবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় মহেশপুর সীমান্তের জলুলীর করিম মোড় বটতলা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটিলা বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা ১জন মোটর সাইকেল আরোহীর গতিরোধ করে। তার মোটর সাইকেলে বাম পাশের্^ ঝোলানো প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে অভিনব কায়দায় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৯৯টি স্বর্নের বার উদ্ধার করে, যার ওজন ১২ কেজি ৫’শ ৩০ গ্রাম। এ সময় তার ব্যবহৃত ১টি প্লাটিনা মোটর সাইকেল ও মোবাইল ফোন আটক করা হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন