তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী । নারীদের আওয়ামী লীগে আনতে পারলেই জয় সুনিশ্চিত।
গতকাল শুক্রবার নাটোরের সিংড়ায় গেল-ই-আফরেজ সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। মহিলা আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের ঘরে ঘরে ঢুকে নারীদের আওয়ামী লীগের পতাকাতলে সমবেত করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধি করেছেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের ৬০ শতাংশ চাকরির সুযোগ তৈরি করে দেন। যুগান্তকারী এই পদক্ষেপ গ্রহণ করার ফলে এইচএসসি পাশ করে একজন মেয়ে খুব সহজেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। ১৯৯৬ সালে সরকারে আসীন হয়ে শেখ হাসিনা প্রথমবারের মত বিচার বিভাগের একজন নারী বিচারপতিকে সুপ্রীম কোর্টের বিচারপতি নিয়োগ দেন। সরকার জাতীয় পরিচয়পত্রে পিতার পাশাপাশি মায়ের নাম সংযোজন করে দিয়েছেন। এভাবেই নারীর মর্যাদাকে সমুন্নত করেছেন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। সিংড়া উপজেলা মহিলা আওয়ামী সভাপতি শামীমা হক রোজীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রত্না আহমেদ এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুখসানা, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন