শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাগেরহাটে মো‌ক্কেল ধর্ষণ মামলায় আইনজীবী গ্রেফতার

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ৯:২৯ এএম

বাগেরহাটে ধর্ষণ মামলায় ফকির ইফতেখারুল ইসলাম রানা নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পৌরসভার খারদ্বার এলকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তার আগে শুক্রবার দুপুর ১২টার দিকে ধর্ষণের অভিযোগ এনে বাগেরহাট মডেল থানায় মামলা করেন এক নারী।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, পারিবারিক কলহের একটি মামলায় ওই নারী অভিযুক্তকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন। গত ২৯ জানুয়ারি বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী নিজ বাড়ির চেম্বারে ডেকে নেন ওই নারীকে। পরে তাকে ‘ধর্ষণ’ ও সেটির ভিডিও করেন মোবাইলে।
তি‌নি বলেন, ‘অভিযুক্ত আইনজীবী ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নানা ধরনের হুমকি দিতে থাকেন ওই নারীকে। নারীর স্বামী ঢাকায় ছিলেন, তিনি আসার পর পরামর্শ করে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।’ গ্রেপ্তার ওই আইনজীবীকে শনিবার আদালতে তোলা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন