হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটি। গতকাল দুপুর ১২টায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারত কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাজার জিয়ারত শেষে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ্যডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রেীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
বক্তব্য শেষে মাজার প্রাঙ্গন থেকে বের করা হয় বিশাল এক আনন্দ মিছিল। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন