শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ আলী নামে এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পথে মারা যান তিনি। জেলা সদর হাসপাতালে নেয়ার পর সকাল ১০টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক। কক্সবাজার জেল সুপার মোহাম্মদ নেছার আলম জানান, মোহাম্মদ আলী কারাভ্যন্তরে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে কারা হাসপালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসারত অবস্থাই সহকারি সার্জনের পরামর্শে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত হাজতি মোহাম্মদ আলী চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৯ ডিসেম্বর কক্সবাজার কারাগারে আসেন তিনি। কক্সবাজার জেলা কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, সকল আইনগত প্রক্রিয়া শেষে গতকাল শনিবার বিকাল ৫টার সময় মৃত হাজতির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন