শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুর জেলা বিএনপির নয়া সভাপতি মানিক সে‌ক্রেটা‌রি সেলিম

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১১:১২ পিএম

চাঁদপুর জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক পদে সলিমুল্লাহ সেলিম নির্বাচিত হ‌য়ে‌ছেন। শনিবার (২ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন শেষে রাত ৭টার প‌রে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা ক‌রে। নির্বাচনে জয়লাভকারী সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এবারের সম্মেলনে ভোটার ছিলো ১৫১৫ জন। ৯৯২ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। এর মধ্যে সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক ছাতা প্রতিকে পেয়েছেন ৯২৭ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম মাছ প্রতীকে পেয়েছেন ৮৯২ ভোট।

নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মমিনুল হক সাইকেল প্রতীকে পেয়েছেন ২৩, কামাল চৌধুরী চেয়ার পদে পেয়েছেন ১১ ভোট। সভাপতি পদে ভোট বাতিল হয়েছে ৩১টি।

অপরদিকে সাধারন সম্পাদক পদে দেওয়ান সফিকুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ৩৯, মোস্তফা খান সফরী বই প্রতীকে পেয়েছেন ২৫ ও কাজী গোলাম মোস্তফা আম প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।

নির্বা‌চনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামছুল ইসলাম মন্টু এবং সহকারি নির্বাচন কমিশনার, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপন দা‌য়িত্ব পালন ক‌রেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন