শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চিলমারীতে ঘুর্ণিঝড়ের তান্ডব বসতবাড়ী লন্ড ভন্ড

চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ২:২৮ পিএম

হঠাৎ ঘূর্ণিঝড়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়াহাট ইউনিয়নে বসতবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ওই ইউনিয়নের প্রায় ৫০টি বাড়ী-ঘর লন্ড ভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ভোড় ৫টার দিকে এ ঝড়টি আঘাত হানে।

জানা গেছে,উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকায় ভোড় ৫টার দিকে হঠাৎ ঘূর্ণি ঝড়ের সৃষ্টি হলে এতে অন্তত ৫০টি বাড়ী-ঘর লন্ড ভন্ড হয়ে যায়। সকালে নয়ারহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করে তার নিজের বাড়ীও ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার কথা বলেন। হঠাৎ করে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রবি ঠাকুর,শাহ পরান,পারভেজ,ইনছাফ আলী,শফিকুল,দুলালসহ প্রায় ৫০জনের বাড়ী-ঘর লন্ড ভন্ড হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার এলাকার মো.দেলোয়ার হোসেন মাষ্টার জানান,আজ ফজরের নামের পর হঠাৎ উত্তর দিকে গরম বাতাস এসে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এতে চোখের পলকে উড়ে যায় দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজের ভবন,দোকানা পাটসহ প্রায় ৫০টি ঘর-বাড়ীর ছাউনি।বিশেষ করে দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।একই এলাকার নিল চাদ ব্যাপারী জানান,ভোড় বেলা হঠাৎ গন্ধযুক্ত গরম বাতাস এসে ১মিনিটের মধ্যে বাড়ী-ঘর তছনছ করে দেয়। এতে আমার বাড়ীও পরে যায়। তবে ঘূণিঝড়ে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান জানান,তাৎক্ষনিক ঘটে যাওয়া বিষয়টি আমার কর্ণগোছর হয়নি। তবে খোজ নিয়ে ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন