লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন এলাকায় সোমবার (৪ এপ্রিল) দুপুরে পানিতে ডুবে ইয়াছিন আরাফাত (৫) ও পিয়াম হোসেন (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশুর পরিবার সূত্র জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন