শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মহুবুল ওরফে কালু নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন । গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মহুবুল রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী সরকারি কৌশলী অ্যাড. আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের জানুয়ারির ৩ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসালমপুরের বারোরশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মহুবুলকে আটক করে র‌্যাব-৫ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাবের উপ-পরিদর্শক মাহবুদুল হাসান মহুবুলকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন