বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আড়াইহাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ৪:০২ পিএম

আড়াইহাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালান করা হয়েছে। মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভুমি )আরাফাত মোহাম্মদ নোমান সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেশী দামে বিক্রি করায় ১টি মাংসের দোকান ও ৩ জন মাছ ব্যবসায়ী ও ১জন মুরগীর বিক্রিতাকে ৩ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।
তাছাড়াও আড়াইহাজার বাজার যানজট নিরসনের জন্য অভিযান পরিচালনা করা হয়। এই সময় ১০টি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ইজিবাহক চালকদের সতর্ক করা হয়। ম্যাজিস্ট্রেটের অভিযানের ফলে মুহুর্তের মধ্যে বাজার যানজট মুক্ত হয়ে যায়। যানজট মুক্ত করতে কঠোর অবস্থান নেওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
সহকারী কমিশনার (ভুমি) আরাফাত মোহাম্মদ নোমান জানান, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করতেও যানজট মুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন