শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছ জব্দ

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ৭:৩৪ পিএম

মঙ্গলবার (৫ এপ্রিল) বরগুনা পাথরঘাটার লঞ্চঘাট খালের মোহনা থেকে এফবি আল মেহেদী নামের একটি মাছধরা ট্রলার থেকে ৯ জেলেসহ ১৬০ কেজি হাঙ্গর ও ১৫ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটার সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ মাছগুলো ধ্বংস করার নির্দেশ দেন ও জেলেদের ৫ হাজার টাকা জরিমানাসহ ট্রলারটির মুসলেকা রেখে ছেড়ে দেন। আটককৃত জেলেরা হলেন বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের মো. করিম, পনু মৃধা, রুহুল আমিন, মিলন, আ. হক, রফিক, মাহাবুব, সোহাগ, সহিদ।

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশন কমান্ডার মো. জমির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু জেলে নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছসহ বিভিন্ন প্রজাতি মাছ পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে পাচার করছেন। এমন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা লঞ্চঘাট খালের মোহনায় অভিযান চালিয়ে এফবি আল মেহেদী নামের একটি মাছধরা ট্রলার, ৯ জেলেসহ ১৬০ কেজি হাঙ্গর ও ১৫ কেজি শাপলাপাতা মাছ জব্দ করি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ এর নির্দেশে জেলেদের ৫হাজার টাকা জরিমানা এবং ট্রলারটি মুসলেকার মাধ্যমে ছেড়ে দেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন