শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

ল্যাম্পপোস্ট চাই

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উৎসবমুখর হতে শুরু করে বিকাল থেকে, আর তা চলে রাত পর্যন্ত। মুক্ত মঞ্চ, শহীদ মিনার, খেলার মাঠ, গোল চত্বরসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা গোল হয়ে বসে আড্ডায় আর গানে, মেতে ওঠে। সারাদিনের ক্লাস-ক্লান্তি সবকিছু নিয়েই শুরু হয় গল্প। কিন্তু কুবির রাস্তা এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নেই পর্যাপ্ত ল্যাম্পপোস্ট। যেগুলো আছে তার বেশিরভাগই নষ্ট আর কিছু ল্যাম্পে জ্বলে মৃদু আলো। যে কারণে সন্ধ্যা শুরু হতে না হতেই রাস্তাগুলো এবং ক্যাম্পাসের আশ-পাশ অন্ধকার হয়ে ওঠে। এসব রাস্তায় পথ চলতে দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের। পাহাড়ি এলাকা হওয়ায় রয়েছে সাপের আতংকও। নির্দিষ্ট সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের ভয়েও যাওয়া-আসার সময় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় থাকে। এমন পরিস্থিতিতেই রাতের খাবার এবং বিভিন্ন কারণে শিক্ষার্থীদের এসব রাস্তায় চলাচল করতে হয়। নষ্ট ল্যাম্পপোস্টগুলো প্রতিস্থাপনে নেই কোনো উদ্যোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে নজর দিলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে আড্ডা দেওয়া এবং চলাফেরা করতে পারবে পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

ইমরান হোসাইন
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন