শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ডিএমপির আর্থিক অনুদান পেলেন ১৬৬ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১৬৬ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপি সদর দফরের অনুদান-প্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আর্থিক অনুদান প্রদান শেষে ডিএমপি কমিশনার বলেন, আমাদের যেসব সদস্য আহত ও নিহত হচ্ছেন, ডিএমপির কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি। অনুদান প্রাপ্তদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা ও যারা সুস্থ হয়ে ফিরে এসেছেন তাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি।

পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশ দিয়ে কমিশনার বলেন, প্রত্যক্ষভাবে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করছি। সরকারও আমাদের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করছে। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন হয়। গত ২৮ মার্চ ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৬তম সভা ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় ১৬৬ জন পুলিশ সদস্যের অনুকূলে ৫৮ লাখ ২৭ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন