শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আমাদের শান্তিতে রোজা রাখার সুযোগ দিন

নরসিংদীতে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী ফয়েজী বলেছেন বাজারে দ্রব্য মূল্যে কারণে রমজানের রোজা রাখা কঠিন হয়ে পড়েছে। এ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহারা হয়ে কাঁদছে আর এ সরকার ঘুমাচ্ছে। অতিসত্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আমাদেরকে শাস্তিতে রোজা রাখার সুযোগ দিন। তা না হলে মুসলমান হিসেবে আল্লাহর কাছে কি জবাব দিবেন। আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। তিনি গতকাল বুধবার বাদ যোহর ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখা আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন। এছাড়া বক্তৃতা করেন এ সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি কাওছার আহমেদ। ডা. মোহাম্মদ ইদ্রিছ মিয়া আরিফ বিন মেহের উদ্দিন, যুবনেতা এমএম মাহাদীর, মুফতি জয়নাল আবেদীন, বিক্ষোভ মিছিলটি নরসিংদী পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নরসিংদী রেলস্টেশন গিয়ে শেষ হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন