নিকট আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনে সেখানে যাবার সময় মেঘনার শাখা মেহেদিগঞ্জের গজারিয়া নদীতে নৌকা ডুবিতে মা ও মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তিনজন। নিহতরা হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া গ্রামের মায়ানূর বেগম ও তার কন্যা নাছরিন বেগম। নিহতদের স্বজন মাহেব হোসেন জানান, গতকাল সকালে মাঝেরচর গ্রাম থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি যন্ত্র চালিত নৌকা দরিচর খাজুরিয়ার পশ্চিম পাড়ে যাবার পথে গজারিয়া নদীর প্রচন্ড ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময়ে নিকটবর্তীস্থানে অভিযানে থাকা কোস্ট গার্ডের একটি একটি টিম নৌযান নিয়ে এসে অন্যান্য যাত্রীদের সাথে মা ও মেয়েকে উদ্ধার করে মেহেদিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান ইনকিলাবকে জানান নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, পুলিশ এবং ফায়ার ব্রিগেডের ডুবুরিরা কাজ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন