শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিকলীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর এলাকা হতে পিবিআই গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ভোর রাতে মইজউদ্দিন হত্যা মামলার আসামি শান্তিপুর গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে আলম মিয়া ও একই গ্রামের নূরু মিয়ার ছেলে আক্তার মিয়াকে গ্রেফতার করেছে। এলাকাবাসী জানায়, ২০২১ সনে ২৮ নভেম্বর মইজউদ্দিন মাছ ধরতে গিয়ে ধনু নদীতে নিখোঁজ হয়। পরে তার লাশ ভাসমান অবস্থায় ঘোড়াদিগা এলাকায় পাওয়া যায়। পরে নিহত মইজউদ্দিন মিয়ার ছেলে ফয়সাল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জে একটি মামলা দায়ের করেন। বাড়ির পাশের নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মলহাটির মৃত মধু মিয়ার ছেলে ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মইজ উদ্দিনের লাশ গতকাল উদ্ধার করা হয়। ঘোরাদিগার ধনু নদীতে ভোরে স্থানীয়রা নদীতে মাছ ধরতে গেলে, তিন নদীর মহড়ায় লাশ ভাসতে দেখে নিকলী থানায় খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মইজ উদ্দিনের লাশের মাথায় ডান হাত ও উরোতে দায়ের কোপে চিহ্ন রয়েছে। আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খুনের ঘটনায় এলাকায় এক ধরনের আতংক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে চলছে নানা সমীকরণ। এ বিষয়ে নিকলী থানার ওসি মো. মুনসুর আলী আরিফ জানান, গত ১৮ নভেম্বর রাতে নিখোঁজ মইজ উদ্দিনের লাশ গতকাল উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ইউডি মামলা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন