শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জের চাঞ্চল্যকর সায়মন হত্যার আসামি শান্ত গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

ঢাকার কেরানীগঞ্জের মুক্তিরবাগ বালুর মাঠ এলাকার চাঞ্চল্যকর সায়মন হত্যাকাণ্ডের অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামী মো. শান্তকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব-১০ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার কালিন্দী ইউনিয়নের ভাগনা এলাকায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গ্লাস সুমনের অন্যতম সহযোগী ও সায়মন হত্যার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামী মো. শান্তকে গ্রেফতার করা হয়। তাকে মডেল থানায় সোপর্দ করা হয়েছে। গত ১৫ জানুয়ারী মুক্তিরবাগ বুলুর মাঠ এলাকায় ৫/৬জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে সায়মনকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে।
ওই ঘটনায় সায়মনের ভাই কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামী সুমনসহ ৪ জনকে গত ১৮ জানুয়রী গ্রেফতার করা হয়। মামলার অন্যতম আসামী মো. শান্ত এতদিন পলাতক ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন