শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিনে আক্রান্ত হচ্ছেন ১৫ লাখ, এশিয়ায় ছড়াচ্ছে সংক্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

করোনা ভাইরাসে এখনও প্রতিদিন বিশ্বে আক্রান্ত হচ্ছেন ১৫ লাখ মানুষ। নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে এশিয়ায়। আর ইউরোপজুড়ে তো নতুন এক ঢেউ চলছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, প্রতি চার মাসে একটি করে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হচ্ছে। ফলে এশিয়ায় এই ভাইরাসের বড় রকমের বিস্তারের ক্ষেত্রে তিনি বলেছেন, কোভিড-১৯ মহামারি এখনও শেষ হতে অনেক দেরি। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। অ্যান্তোনিও গুতেরাঁ সরকারগুলো এবং সব ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রতি আহŸান জানিয়েছেন একসঙ্গে কাজ করতে, যাতে প্রতিটি স্থানে প্রতিটি মানুষকে টিকা দেয়া যায়। ‘ওয়ান ওয়ার্ল্ড প্রোটেকটেড- ব্রেক কোভিড নাউ’ শীর্ষক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গুতেরাঁ ওই ভিডিও বার্তা পাঠিয়েছেন গাভি কোভ্যাক্স এডভান্স মার্কেট কমিটমেন্ট সামিট-২০২২’তে। শুক্রবার এতে ওই ভিডিও বার্তায় বক্তব্য রাখেন তিনি। গুতেরাঁ বলেন, প্রতিদিন আমরা নতুন করে ১৫ লাখ মানুষকে আক্রান্ত হতে দেখছি। এশিয়ায় বড় আকারে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। ইউরোপজুড়ে দেখা দিচ্ছে নতুন ঢেউ। করোনা মহামারি শুরুর পর থেকে কোনো কোনো দেশে সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হচ্ছে। তিনি আরও বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট আমাদেরকে চমৎকারভাবে স্মরণ করিয়ে দিয়েছে যে, কত দ্রæততার সঙ্গে রূপান্তরিত ও বিস্তার লাভ করতে পারে কোভিড-১৯। বিশেষ করে উচ্চ মাত্রায় টিকা দেয়ার অনুপস্থিতিতে এর ব্যাপকতা বেশি দেখা গেছে। তিনি বলেন, যখন কিছু উচ্চ আয়ের দেশ তাদের দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়ার প্রস্তুতি নিচ্ছে তখন এক তৃতীয়াংশ মানুষ রয়েছেন টিকাবিহীন অবস্থায়। এটা আমাদের গভীর অসম বিশ্বে এক ভয়াবহতা। পটিআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন