সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে শিরিনা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিনোদ ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শিরিনা খাতুন উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ও তাড়াশ উপজেলার বিনোদভাটরা গ্রামের আবুল কালামের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, তিন বছর আগে জাবেদ আলীর ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয় শিরিনার। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের টাকা দিতে না পারায় মাঝেমধ্যেই স্বামী ও পরিবারের লোকজন গৃহবধূ শিরিনাকে নির্যাতন করতো। শুক্রবার বিকেলে যৌতুকের টাকা নিয়ে স্বামীর-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে স্বামী আবুল কালাম শিরিনাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে শিরিনার মুখে বিষ ঢেলে দিয়ে এটি আত্মহত্যা বলে প্রচার করে। তাড়াশ থানার ওসি মঞ্জুর রহমান জানান, সন্ধ্যার দিকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন