স্টাফ রিপোর্টার : অর্ধকোটি টাকা আত্মসাতের মামলায় রাজধানীর ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃতরা হলেন সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আলী আক্কাস, সহ-সভাপতি মো. আমির খোকন ও সাবেক সভাপতি মো. মকবুল হোসেন খান।
দুদকের উপ-পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল গতকাল রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ওই ৪ জনকে গ্রেফতার করেন। গত বছরের ৬ ডিসেম্বর এই চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক রফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তের প্রয়োজনে তাদের গ্রেফতার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন