শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ গ্রেফতার ২ কালোবাজারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৫৭ হাজার ২৯০ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করা হয়। যার বাজার মূল্য সাত লাখ টাকা। গত রোববার রাতে র‌্যাব-১০ এর একটি দল বাবুবাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেফতার ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্য হলেন, সোহেল ও আবুল কাশেম সরকার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শহরের বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন