ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি
প্রেস বিজ্ঞপ্তি : ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটির নির্বাচিতরা হলেন- শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মিঞা মোঃ মিজানুর রহমান সভাপতি, জসিম উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক, কে. এম. কামরুল আহছান সিনিয়র সহ-সভাপতি, ডা. শাহীদুল হাসান বাবুল যুগ্ম সম্পাদক এবং এনামুল হক সফর সাংগঠনিক সম্পাদক। এ কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটিকে অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়।
মন্তব্য করুন