দিনাজপুর অফিস : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ১২ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে বা মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে করতে পারবে। আগামী ১৮ হতে ২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দিনাজপুর হাবিপ্রবির গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম জানান, চলতি বছর হাবিপ্রবির ৮টি অনুষদে ২০টি কোর্সে মোট ১৯৫৫ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি িি.িযংঃঁ.ধপ.নফ/ধফসরংংরড়হ ওয়েবসাইটে পাওয়া যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন