শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালপুরে ১৯ কাঠা জমি নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ৮:১৪ পিএম

মাত্র ১৯ কাঠা জমি নিয়ে দ্বন্দ্বে নাটোরের লালপুরে মেজ ভাই আব্দুর রাজ্জাকের হাতে খুন হয়েছেন আপন বড় ভাই সাজেদুর রহমান। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার দুয়ারিয়া ইউপির ডাঙ্গাপাড়া গ্রামে। নিহত সাজেদুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তাছের উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র জানাগেছে, ‘ডাঙ্গাপাড়া গ্রামে মৃত তাছের উদ্দীনের বড় ছেলে সাজেদুর রহমান ও মেজ ছেলে আব্দুর রাজ্জাকের মধ্যে ১৯ কাঠা জমির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিলো। আজ মঙ্গলবার বিকেলে এনিয়ে সাজেদুর রহমান ও আব্দুর রাজ্জাকের মধ্যে কথাকাটকাটি শুরু হয়।এক পর্যায়ে আব্দুর রাজ্জাক ও তার ছেলে সাজেদুর রহমানকে এলাপাতারি মারধর করলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে সাজেদুর রহমান। পরে স্থানীয়রা সাজেদুর রহমানকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।’
লালপুর থানার (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ কেউ করে নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন