স্টাফ রিপোর্টার : রাজধানীর বিমানবন্দর এলাকায় গতকাল শনিবার রহস্যজনক আগুনে দগ্ধ হয়েছেন শামীমা আক্তার রুনা (৪০) নামে এক নারী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গতকাল সকাল ৭টার দিকে ওই নারীকে বিমান বন্দর গোল চত্বর এলাকা থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। কে এবং কীভাবে তাকে আগুন দিয়েছে এ ব্যাপারে জানতে চাইলে ওই নারী অসংলগ্ন কথা বলেন। কখনো তিনি বলেন, বদ জ্বীন তাকে আগুন দিয়েছে। এর আগে শুক্রবার রাতে জ্বীন তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশিপুর এলাকার বাসা থেকে তুলে নিয়ে এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন