টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর রেললাইনের পাশ থেকে গোবিন্দ চন্দ্র আর্য্য নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছিল। গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন গোবিন্দ চন্দ্র। নিহত গোবিন্দ চন্দ্র আর্য উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র আর্য্যর ছেলে। পারিবারিক সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় মুঠোফোন চার্জে দিয়ে বাড়ি থেকে বের হন গোবিন্দ। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেল লাইনের পাশে ধলাটেঙ্গর এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পান তারা। সেখানে গিয়ে গোবিন্দের লাশ শনাক্ত করেন পরিবারের লোকজন। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, লাশটি রেললাইনের পাশে থাকায় বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। এ বিষয়ে রেলওয়ে পুলিশের টাঙ্গাইল ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, লাশ মাথায় ও শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। হাত-পা ভাঙা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন