রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

গবেষণার আদর্শ পরিবেশ সৃষ্টি করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে -ডা. কামরুল হাসান খান

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেছেন, বর্তমান প্রশাসন চিকিৎসাসেবা, স্বাস্থ্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আধুনিক ও উন্নতমানের গবেষণার সুন্দর ও আদর্শ পরিবেশ সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কাছে সকল শিক্ষকই সমান এবং সমানভাবে সম্মানিত। এ বিশ্ববিদ্যালয়ের ও দেশের মেডিক্যাল এডুকেশনের সিনিয়র শিক্ষক হিসেবে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনে বিশেষ করে গবেষণায় বড় অবদান রাখার বিষয়ে শিক্ষকদের কাজ করার সুযোগ রয়েছে। বর্তমান প্রশাসন গবেষণাকে গুরুত্ব দিয়েই অনেক শিক্ষক ও ছাত্রকে গবেষণার জন্য অনুদান দিয়েছে। গবেষণাসহ অত্র বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদেরকে নিয়োজিত রাখছেন। বর্তমান প্রশাসনকে সকাল থেকে সন্ধ্যা-পর্যন্ত পাওয়া যাচ্ছে। গতকাল রিসার্চ মেথোডলজিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন)-এর অধীন রিসার্চ প্রোমোশন এন্ড এডমিনিস্ট্রেশন সেল (আরএপিসি)-এর উদ্যোগে আয়োজিত এ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. এ এস এম জাকারিয়া (স্বপন) প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন