শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা : গ্রেফতার ১৮

বাগেরহাটে ধর্ম নিয়ে কট‚ক্তি

বাগেরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

 বাগেরহাটের মোড়েলগঞ্জে ইসলাম ধর্ম ও বিশ^নবী হযরত মোহাম্মদ (স.)-কে নিয়ে ফেসবুকে কট‚ক্তিকর পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও খড়ের গাদায় আগুনের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। ধর্ম নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে আমুর বুনিয়া গ্রামের আ. সত্তার হাওলাদার বাদী হয়ে একই গ্রামের রমনী বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাসের নামে মামলা দায়ের করেছেন। এই মামলায় কৌশিককে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে কৌশিকের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনায় কৌশিকের বাবা রমনী বিশ্বাস বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০/৮০ জনকে আসামি করে নাশকতার মামলা করেছে। এই মামলায় এজহারভুক্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ১৮ জনকে গতকাল মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কৌশিক বিশ্বাস আমরবুনিয়া গ্রামের রমনি বিশ্বাসের ছেলে। সে ৩ বছর ভারতে ছিলো, সেখানে একই ধরণের উস্কানিমূলক পোষ্ট দিয়ে ২৮ দিন কারাগারে ছিল। কৌশিক এক সপ্তাহ আগে ভারত থেকে এলাকায় এসে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন