শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজাপুরে ভূমিহীন ও হীনদের পূনর্বাসনের টাস্কফোর্স কমিটির সভায় কেহ গৃহহীন থাকবে না

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ৪:১০ পিএম

ঝালকাঠির রাজাপুরে ১৩ এপ্রিল বেলা ১২ টায় রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুস্ঠিত হয়েছে ।সভায় সভাপতিত্ব করেন নবাগত রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান। এসময় রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, আফরোজা আক্তার লাইজু, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব এসিল্যান্ড অনুজা মন্ডল, ইউপি চেয়ারম্যান বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধী বৃন্দ উপস্হিত ছিলেন।সভায় আসন্ন ২০ এপ্রিলের মধ্যে ভূমিহীন ও গৃহহীনদের তালিকা সংশ্লিস্ট এলাকার চেয়ারম্যানদের পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপজেলার যেকোন ব্যক্তি প্রকৃত ভুমিহীন বা গৃহহীন থাকেন তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বরদের নিকট ছবি ও আইডি কার্ড সহ দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে। রাজাপুরে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেছেন টাস্কফোর্স কমিটির সদস্য বৃন্দ।সরকারের লক্ষ্য উপজেলায় কোন ভূমিহীন ও গৃহহীন থাকবে না, সরকার দ্রুত পূনর্বাসনের ব্যবস্হায় বদ্ধপরিকর।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন