সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সম্মেলনে হামলা, ককটেল বিষ্ফোরণ

আহত ৮, সম্মেলন পন্ড

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ১১:২৬ এএম | আপডেট : ২:৫৩ পিএম, ১৫ এপ্রিল, ২০২২

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলনে হামলা করেছেন বহিরাগত একদল সন্ত্রাসী। এসময় তারা কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের বেধড়ক মারধর ও লাঠিপেটা করে। এতে কমপক্ষে ৮-৯ জন আহত হয়েছে । শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ হামলা ঘটনা ঘটে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডঃ আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন বেনজির আহমেদ টিটুসহ কেন্দ্রীয়ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।

জানা যায়, দীর্ঘদিন পর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলন শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। থানার ১০টি ওযার্ডের নেতাকর্মীরা সকাল থেকে জুড়ো হতে শুরু করে। এসময় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর সেভেন মার্ডার মামলার এজাহার নামীয় আসামী এবং মামলার চার্জশীট থেকে অব্যাহতি পাওয়া ইকবালের নেতৃত্বে কিছু লোক এসে হামলা করে ব্যাপক ভাংচুর করে। এসময় তার কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায় চলে যায়। কাউন্সিলর ইকবাল এক সময় বিএনপির সমর্থিত হিসেব কাউন্সিলর হলেও গত নির্বাচনের মেয়র আইভির হয়ে কাজ করেন বলেন থানা বিএনপির সদস্য সচিব শাহআলম অভিযোগ করেন। তিনিআরও অভিযোগ করেন সম্মেলনকে বাধা গ্রস্থ করতে কাউন্সিলর ইকবালের নেতৃত্বে তার লোকজন এহামলা চালিয়ে ৮-৯ জন নেতাকর্মীকে আহত করেছেন। এসময় তারা কমিউনিটি সেন্টারে ব্যাপক ভাংচুর করে। এসময় কমপক্ষে তিনটি ককটেল বিষ্ফোরন ঘটায়। থানা বিএনপির সদস্য সচিব শাহআলম অভিযোগ করেন ইকবাল আ্ওয়ামীলীগে হয়ে কাজ করছে। সে সাবেক এমপি গিয়াস উদ্দিনের লোক। নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন বলেন,আমার বিরুদ্বে অভিযোগ সত্য নয়, তবে থানা বিএনপির সদস্য সচিব যদি আমার নামে এসব অভিযোগ করে থাকেন তবে আর কি করা৷ সিদ্বিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান (পিপিএম বার) বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা সঠিক নয়, বিএনপির দুই গ্রুপে চেয়ার দখলকে কেন্দ্র করে হাতহাতির ঘটনা ঘটেছ, তবে কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন