কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের ষাইটধার মাইঝহাটি গ্রামের হযরত আলীর ছেলে ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম (নুরু) দীর্ঘদিন যাবত লিভারের সমস্যায় আক্রান্ত। ক'বছর পুর্বে অপারেশন করেও নুরুলের রোগ নিরাময় হয়নি। গতকাল শুক্রবার থেকে ফের তার গলাদিয়ে রক্ত যাচ্ছে। এ অবস্থায় তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার আবারো তাকে অপারেশনের জন্য মতামত দিয়েছেন। কিন্তু এবারের অপারেশন অনেক ব্যয়বহুল। এযাবৎকাল তার চিকিৎসার পেছনে পরিবার অনেক টাকা খরচ করেছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার মত সামর্থ্য নেই বাবার। তাই সমাজের বিত্তশালী এবং সাংবাদিক ভাইদের কাছে সাহায্য প্রত্যাশী নুরুল। সাহায্য পাঠাতে পারেন বিকাশ পার্সনাল (বড় বোন) ০১৯০৯০৯৭৬৮১,
নুরুলের সাথে যোগাযোগঃ ০১৪০৫৭৭৬০৮৩।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন