শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল

বরিশাল বিভাগ সমিতির ইফতার পার্টিতে বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে অনুষ্ঠিত একটি ইফতার পার্টিতে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থ সামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত শুক্রবার বরিশাল বিভাগ সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠান ও ইফতার পার্টিতে বক্তারা এসকল কথা বলেন। তারা আরোও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সরকার রূপকল্প-২০৪১ ঘোষণা করেছে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক মোল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যন বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ কে এম জহিরুল হক, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক এ.এন.এহসানুল হক।
আরোও বক্তব্য রাখেন এনবিআরের সাবেক সদস্য আবুল কাশেম, সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, অর্থ সম্পাদক মো. আব্দুস সোবহান, জেলা জজ আ. রব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ড. মো. শাহআলম, অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাবেক জেলা জজ রোকেয়া বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এ বি এম সুলতান আহম্মেদ, জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন তালুকদার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন