সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহী বাঘায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম, আটক ১

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ৬:০৫ পিএম

রাজশাহীর বাঘায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে লিমন হোসেন (২৮) নামের এক যুবককে প্রতিপক্ষ হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয় । সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার সকালে উপজেলার আলাইপুরে এ ঘটনা ঘটেছে। আহত লিমন আলাইপুর মহাজনপাড়া গ্রামের মোকারম হোসেনের ছেলে। এই ঘটনায় জেনডাল আলী নামে একজনকে ধারালো হাসুয়াসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জেনডাল আলী আলাইপুর থান্দার পাড়া গ্রামের বিচ্ছাদ আলীর ছেলে।
জানা যায়, দীর্ঘ দিন থেকে লিমন হোসেনের পরিবারের সাথে, জেনডাল আলীর সাথে জমি নিয়ে দ্বন্দ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জেনডাল আলীর হাতে থাকা হাসুয়া দিয়ে লিমন হোসেনকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থা আরো অবনতি হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেনডাল আলীকে ধারালো হাসুয়াসহ গ্রেফতার করেছে। এ বিষয়ে মামলাহয়েছে। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন