বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আলোচনা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মোমেনশাহী ডি এস কামিল মাদরাসার মিলনায়তনে উক্ত আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ড. মো. ইদ্রিস খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. মতিউর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা মো. জয়নুল আবেদীন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আব্দুল জলিল আকন্দ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা শোয়াইব আহমেদ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসাইন, প্রিন্সিপাল রুকুন উদ্দিন, প্রিন্সিপাল শাহ তোফাজ্জল হোসেন, প্রিন্সিপাল আবুল হাছান মো. এনামুল হক, প্রিন্সিপাল মো. মিজানুর রহমান, মাওলানা মো. আকবর আলী, মাওলানা মোয়াজ্জেম হোসেন আজমী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সাইফুল মালেক, মাওলানা নুর আহমাদসহ বিভিন্ন উপজেলা শাখার সম্মানিত সভাপতি, সা:সম্পাদকসহ জেলা কমিটির সম্মানিত সদস্যগণ।
সভায় ইবতেদায়ী মাদরাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো সকল সুবিধা প্রদানের দাবি জানানো হয়। সভায় প্রভাষকদের ৫০% হিসাবে উচ্চতর স্কেল প্রদানের দাবি সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য জোর দাবি জানানো হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলকে নিয়ে একসাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন