ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নে হেমগঞ্জ গ্রামে গত শনিবার আলী আকবের পুত্র রফিকের বসতঘর, গোয়াল ঘর বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে রফিকের বসতঘর, গোয়াল ঘর ও গরু পুঁড়ে ছাঁই হয়েছে। জানা যায় গত শনিবার ভোরে রফিকের গোয়াল ঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়াল ঘরে থাকা ৩ টি গরু, বসত ঘর ও ঘরে থাকা টিভি, ফ্রিজ, গ্যাসের চুলা, জমির দলিলাদী, আসবাবপত্র সহ সব পুঁড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী আগুন দেখে নান্দাইল ফায়ার সার্ভিস কে ফোন দিলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনে। নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল বারেক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নীভাতে সক্ষম হয়েছি। এতে রফিকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিটেই আগুনের সূত্রপাত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন